শিশুকে বলাৎকার করায় সুন্দরগঞ্জে যুবক গ্রেফতার
১৭ আগস্ট ২০১৯, ২ ভাদ্র ১৪২৬, ১৫ জিলহজ ১৪৪০
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামে এক শিশুকে বলৎকারের অভিযোগে সাইফুল ইসলাম শাওন (২২) নামে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। শাওন মাদ্রাসার আলিম শ্রেণিতে লেখাপড়া করছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে। ওই রাতে থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ শাওনকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ওই গ্রামের হারুন অর রশীদের শিশু ছেলে নিহাম মিয়া (৫) বাড়ির উঠানে খেলছিল। এসময় প্রতিবেশি মোখলেছুর রহমানের ছেলে শাওন শিশুটিকে ডেকে নিয়ে তাদের বাড়ি সংলগ্ন এবতেদায়ী মাদরাসার শ্রেনি কক্ষে ঢুকে তাকে বলাৎকার করে। নিহামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শাওন পালিয়ে যায়। এনিয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ শাওনকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাওনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
এই নিউজ মোট 4505
বার পড়া হয়েছে