09:02am  Wednesday, 25 Nov 2020 || 
   
শিরোনামআগামীকাল পরীক্ষণ থিয়েটার হলে ’কৈবর্তগাথা’
০৩ অক্টোবর ২০১৯, ১৮ আশ্বিন ১৪২৬, ০৩ সফর ১৪৪১বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘কৈবর্তগাথা’। মঞ্চ নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহহেল মাহমুদ ও নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।

নাটকটিতে ৬ষ্ঠ বঙ্গাব্দের কৈবর্তদের বাঁচা-মরার সংগ্রাম চিত্রায়িত হয়েছে। এছাড়া বিদ্রোহের ঝড়ও দেখা যাবে। এমন চমৎকার নাটকটিতে অভিনয় করেছেন- মনিরুল ইসলাম, দেবাশীষ, মৃন্ময়, শেখর, তনিমা, সজীব, আমেনা, মুহীত, মাহামুদা, শাহিনুর, মনোজ, শাহিন, জেসিকা, পিয়াস, অনিন্দিতা, সায়ন প্রমুখ।

তখন গৌড়, বঙ্গ বা বরেন্দ্রী সমৃদ্ধ জনপদ। কৈবর্তরাজ ভীম প্রতিষ্ঠা করেন প্রজারাজ্য। যেখানে কৈবর্ত, পুলিন্দ, নিষাদ, হালিক ও জালিকরা বাস করত। অচ্ছ্যুতরাও উঠে এসেছিল এক সারিতে। ভীম হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক।

আকাশে কালো মেঘ জমে। অন্য রাজাদের ঈর্ষার কারণ হন ভীম। তারপর কি হলো? যুগে যুগে যা হয়ে আসছে ঠিক তাই হয়েছে। ভীম সুখের স্বর্গ ধরে রাখতে পারেননি। সুখের আবহ, সংগ্রাম, যুদ্ধ ও করুণ পরিণতি দেখা যাবে নাটকটিতে। 

এই নিউজ মোট   962    বার পড়া হয়েছে


মঞ্চবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.