07:55pm  Wednesday, 20 Jan 2021 || 
   
শিরোনামদিনাজপুরে ঈদে বিতরণের জন্য এমপি’রা পেলেন শাড়ি, শিশু পোষাক ও থ্রি-পিস
২৭ রমজান ১৪৪১, বৃহস্পতিবার, ২১ মে ২০২০, ৭ জ্যৈষ্ঠ ১৪২৭স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ ঈদ-উল- ফিতর উপলক্ষে প্রতিমন্ত্রী,হুইপসহ দিনাজপুরের সাত সংসদ সদস্য নির্বাচনী এলাকায় বিতরণের জন্য এক হাজার সাত’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৪’শ ২০ পিস থ্রি-পিস এবং ৩’শ ৮৫ পিস শিশুদের তৈরি পোষাক বিশেষ বরাদ্দ পেয়েছেন।

এর মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালকে ২’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক,দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ)আসনের সংসদ সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে ২’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক, দিনাজপুর-৩(সদস) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে ২’শ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক,দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীকে ২’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক, দিনাজপুর-(ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে ২’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক, দিনাজপুর-৬(বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ ও হাকিমপুর) আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিককে ৩’শ ৫০ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক  এবং বৃহত্তর দিনাজপুর(দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলার সংরক্ষতি মহিলা আসন-৩২ এর সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁইকে ২’শ পিস সিনথেটিক শাড়ি, ৬০ পিস থ্রি-পিস এবং ৫৫ পিস শিশুদের তৈরি পোষাক সরকার বিশেষ বরাদ্দ দিয়েছে।
নির্বাচনী এলাকার মানুষের ঈদ আনন্দ ও মুখে হাসি ফোটাতেই সরকারের এই বিশেষ বরাদ্দ বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।

করোনা ও আম্পানের দুর্যোগেও বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখেন


এই নিউজ মোট   321    বার পড়া হয়েছে


নারী অন্যান্যবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.