দিনাজপুরে রাইজিং ই্য়ুথ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
৩০ রমজান ১৪৪১, রোববার, ২৪ মে ২০২০, ১০ জ্যৈষ্ঠ ১৪২৭
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ করোনাভাইরাসের ক্লন্তি লগ্নে দিনাজপুরে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইজিং ই্য়ুথ।
আজ সোমবার সকালে দিনাজপুরস্থ "বাংলাদেশ শিশু একাডেমীতে" ঈদুল ফিতর উপলক্ষে ১৫০ টি পরিবারের মাঝে এই "ঈদ উপহার" করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলার জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, সংগঠন রাইজিং ই্য়ুথ এর অলি ও দূর্জয়সহ অন্যরা।
এই ঈদ উপহার প্যাকেজে চাল, ডাল, আলু, আটা, লাচ্ছা-সেমাই, চিনি ও গুড়ো দুধ সামগ্রী ছিলো। রাইজিং ই্য়ুথ সামাজিক সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে সমাজের বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে আসছে।সংগঠনের অধিকাংশই শিক্ষার্থী।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।
দিনাজপুরে মানবতার ফেরিওয়ালা পিপি এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি
এই নিউজ মোট 517
বার পড়া হয়েছে