03:31am  Monday, 25 Jan 2021 || 
   
শিরোনামপ্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জননীকে নিয়ে লাপাত্তা লম্পট যুবক
২০ জুন ২০২০, শনিবার, ০৬ আষাঢ় ১৪২৭, ২৭ শাওয়াল ১৪৪১বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের  মোংলায় প্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জননীকে (গৃহবধু) ফুঁসলিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে এক লম্পট যুবক। টানা এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধু আর তার কথিত প্রেমিক। এ ঘটনায় উপজেলার দক্ষিন কাইমনারী গ্রামের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েক দফায় বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংসার চেষ্টা করা হলেও প্রভাবশালী একটি মহলের দাপটে নিস্পত্তি করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিন কাইনমারী গ্রামের দিনমজুর লিপটন বিশ্বাসের বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল প্রতিবেশী যুবক মইশখ বিশ্বাসের । এ সুযোগে লিপটন বিশ্বাসের স্ত্রী কনিকা বিশ্বাস (২৬) প্রতিপবেশী মইশখের সঙ্গে পরকীয় প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে গত ১০ জুন লিপটন দম্পত্তির মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়া হয়। এদিন রাতে কথিত প্রেমিক মুইশখ লোকজন নিয়ে লিপটনকে হামলা ও মারধর করে দু’সন্তানের জননী কনিকা বিশ্বাসকে নিয়ে পালিয়ে যায়। লিপটন বিশ্বাস জানান, প্রেমের ফাঁদে ফেলে এলাকার লম্পট যুবক তাকে মারধর করে নগদ অর্থকড়ি ও স্বর্নলংকার সহ তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। ঘরে তার দু’শিশু কন্য মায়ের জন্য কান্নাকাটি ও অস্থির হয়ে উঠছেন। পরে বিষয়টি শালিস মিমাংসার দায়িত্ব নেন স্থানীয় ইউপি সদস্য র্দূজয় মন্ডল। পরে মিামংসা বৈঠকে স্থানীয় প্রভাবশালী একটি মহল কথিত প্রেমিক-প্রেমিকার পক্ষ অবলম্বন করায় সুরাহ করা সম্ভব হয়নি। নিরুপয় হয়ে শেষ পর্যন্ত নগদ টাকা পয়সা ও স্ত্রীকে ফেরত পেতে মোংলা থানায় অভিযোগ দায়ের করেছেন লিপটন বিশ্বাস। তিনি জানান, এলাকার অর্থলোভী লম্পট যুবক মইশখ প্রতিবেশী আরও বেশ কয়েকটি সংসার ভেঙ্গেছে। হাতিয়ে নিয়েছে নগদ অর্থ ও স্বর্নলংকার। এ প্রসঙ্গে মোংলা থানার এস আই দেব্রত সরদার জানান, এ ঘটনায় অভিযুক্তদের অনুসন্ধান করা হচ্ছে। তাদের পাওয়া গলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেখ সাইফুল ইসলাম কবির

আমির হোসাইন চৌধুরী প্রধান বন সংরক্ষকের দায়িত্ব পেলেন


এই নিউজ মোট   203    বার পড়া হয়েছে


মনোকথাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.