07:45am  Wednesday, 25 Nov 2020 || 
   
শিরোনামগর্ভবতী মায়েরা ঘর থেকে বের না হয়ে হালকা ব্যায়াম করবেন
৩০ জুন ২০২০, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪২৭, ৮ জিলকদ ১৪৪১গর্ভবতী মায়েদের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, গর্ভবতী মায়েরা প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। এবং একান্ত প্রয়োজন হলে লোকসমাগম বেশি আছে এমন স্থান এড়িয়ে চলবেন। তবে ঘরে থাকলেও নিয়মিতভাবে হাটাহাটি করবেন। হালকা ব্যায়াম করবেন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ডা. নাসিমা বলেন, বর্তমানে কভিড-১৯ পরিস্থিতিতেও দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের সকল সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপনাদের নিকটবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে গর্ভকালীন সেবা নিন।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে মোট মারা গেলেন ১,৮৪৭ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৬৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৪৫,৪৮৩ জন।

শত শত লঞ্চ-নৌকা যেখানে ভিড় জমায় সেখানে ২১ সেকেন্ডে ৩২ লাশ!!


এই নিউজ মোট   132    বার পড়া হয়েছে


নারীবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.