দিনাজপুরে নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
২৭ জুলাই ২০২০, সোমবার, ১২ শ্রাবণ ১৪২৭, ৫ জিলহজ ১৪৪১
বিশেষ প্রতিবেদক,দিনাজপুর থেকেঃ ৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে শিশু সোহাগের লাশ আজ রোববার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে।ওই গ্রামের মো.পোগ্রু ইসলামের ছেলে সোহাগ ইসলাম (৭) গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয়।এনিয়ে শিশু সোহাগের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়ে। অনেক খোঁজা-খুঁজি করে। এ নিখোঁজ সংবাদ জানিয়ে মাইকিংও করা হয়। অবশেষে আজ রোববার সকালে নিখোঁজ শিশু সোহাগকে বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না ঘটনাটি হৃদয় বিদারক বলে জানিয়েছেন।
নিখোঁজ শিশু সোহারের লাশ ডোবা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান। শাহ আলম শাহী, দিনাজপুর থেকে।
ঈদে আসছে “চরম অভিশাপ”
এই নিউজ মোট 180
বার পড়া হয়েছে