শিবগঞ্জে প্রতিপক্ষের হাতে বীর মুক্তিযোদ্ধা শারীরিকভাবে লাঞ্ছিত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০,২৪ ভাদ্র ১৪২৭
শিবগঞ্জ সংবাদদাতা: শিবগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরেএকজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ ওঠেছে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন ওই মুক্তিযোদ্ধা। লাঞ্ছিত হওয়া বীর মুক্তিযোদ্ধা হলো শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মহসিন আলি(৮৫) ঘটনাটি ঘটেছে উপজেলার বিনোদপুর খাসের হাটে মঙ্গলবার সকালে। বীর মুক্তিযোদ্ধা মহশিনের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে খাসের হাট বাজারে পল্লী চিকিৎসক শ্রী সুশীলের ওষধের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের তৈমুরের ছেলে রবু(৩০) এসলামের ছেলে কালু(২৬) ও আলফাজের ছেলে শহিদুল ইসলাম((২৮) আরো কয়েকজন মুক্তিযোদ্ধা মহসিনের ওপর অতর্কিতে হামরা চালায়।তাকে লাথ, কিল ও ঘুষি মেরে মাটিতে কাদার মধ্যে ফেলে দিয়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।যাবার সময় এ বলে হুমকী দেয় যে কোন মামলা করলে প্রাণে মেরে ফেলবো। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা নির্বাহীঅফিসার সাকিব আল রাব্বী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহকে অনুরোধ করেছেন।
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
গোবিন্দগঞ্জে স্থানীয় সংসদ সদস্যার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ
এই নিউজ মোট 414
বার পড়া হয়েছে