শিবগঞ্জে শিশুবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের সাথে কিশোর-কিশোরীদের আলোচনা
২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪২৭, ২ সফল ১৪৪২
শিবগঞ্জ সংবাদদাতাঃশিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে কিশোর কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল দুপুরে শ্যামপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে ইউনিসেফের অর্থায়নে ও এসিডির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলাউদ্দিন।প্রথমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির। এসময় কিশোর কিশোরীদের শিশু সাংবাদিকতা, ইস্যু নির্বাচনের কলা-কৌশল, মিডিয়া রিপোটিং সম্পর্কে বিস্তারিগত আলোচনা করা হয়।সভায় কিশোর-কিশোরীদের অবহিত করা হয় যে, শিশু বিবাহ প্রতিরোধ গণমাধ্যমে দ্রুত প্রচার হওয়ায় দ্রুত প্রশাসন তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ফলে তাৎক্ষনিকভাবে সমাজের এই ব্যাধিটি বন্ধ করা সম্ভব হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শ্যামপুর ও বিনোদপুর ইউনিয়নের কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দরা।
মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
দিনাজপুরে কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ পদ্ধতিতে বালু উত্তোলন
এই নিউজ মোট 161
বার পড়া হয়েছে