কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার, থানায় মামলা
২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮ আশ্বিন ১৪২৭, ৩ সফল ১৪৪২
কালিগঞ্জ প্রতিনিধি: গাজীপুরঃ গাজীপুর কালীগঞ্জে ১৫ বছরের এক কিশোর শারীরিক ও মানসিক প্রতিবন্ধীকে খাবারের প্রলোভন দেখিয়ে বলৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজারস্থ মাহতাবের দোকানের পিছনে কলাবাগানে। এ ব্যাপারে ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নং-১৮(০৯)২০।
এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য এলাকার লোকজন মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন- থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তবে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর সাতানী পাড়ার রাজ মিস্ত্রী জাকির হোসেন (৩২) প্রতিবন্ধী কিশোরকে একা পেয়ে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সুকৌশলে নয়াবাজার মাহতাবের দোকানের পিছনে নিরব স্থানে কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিরব হওয়ায় জোর পূর্বক তাকে বলৎকার করে।
এ ব্যাপারে প্রতিবন্ধীর মা জানান, বাড়িতে এসে আমার প্রতিবন্ধী ছেলে কান্না-কাটি করলে কান্নার কারণ জানতে চাই। পরে তার মা তার প্যান্টে রক্ত দেখে স্থানীয় বাজারের আদর্শ হোমিও প্যাথিক চিকিৎসক মনকিরের নিকট নিয়ে যায়। ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পরামর্শ দেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন।
স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ মিনহাজ আবেদিন বিশাল, শহিদুল ইসলাম বেপারী, হোমিও চিকিৎসক মনকির হোসেন, রাজিব ভূইয়া, তাজুল ইসলাম ভূইয়া, সিরাজ মিয়া, অলিউল্লাহ, আবুল কাশেম , হারিছ উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইমাম আলী জানান পার্শ্ববর্তী সাতানী গ্রামের রাজমেস্ত্রী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন ও ব্যবসা, নারী নির্যাতন, বলৎকার সহ যাবতীয় অপকর্মের সাথে জড়িত। এব্যাপারে কালীগঞ্জ থানা ইনচার্জ এ.কে.এম. মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মীর মোঃ আবুল কালাম আযাদ, কালিগঞ্জ, গাজীপুর।
যত্রতত্র নির্মাণ বন্ধে মাস্টারপ্ল্যান করে রাস্তা নির্মাণ করা হবে
এই নিউজ মোট 533
বার পড়া হয়েছে