আরো আধুনিকায়ন করা হবে ঠাকুরগাঁও সুগার মিলকে-শিল্প মন্ত্রী
১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪২৭, ১১ সফর ১৪৪২
ঠাকুরগাঁও প্রতিনিধি : শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বন্ধ নয় ঠাকুরগাঁও সুগামিলকে আরো আধুনিকায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা। আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। এ কারনে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সুগারমিল কর্মকর্তা কর্মচারি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।
এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও
দিনাজপুরে ধান মজুদ রাখায় দুই মিল মালিককে জরিমানা
এই নিউজ মোট 182
বার পড়া হয়েছে