বিরামপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ৩
৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪২৭, ১৬ সফর ১৪৪২
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- নবাবগঞ্জ উপজেলার গুণবিহার পুটিমারী গ্রামের আতোয়ার রহমানের ছেলে রুহুল আমীন (২৭), হাকিমপুর উপজেলার কাঁকড়াপালি গ্রামের সাইফুলের ছেলে রওশন জামিল (২৩) ও হবিবর রহমানের ছেলে আকবর রহমান (২২)।মামলার বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, উপজেলার বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে নবাবগঞ্জ উপজেলার গুণবিহার পুটিমারী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ডেকোরেটর কর্মচারী মিলন বাবু (২১) উত্ত্যক্ত করে আসছিল।এ অবস্থায় অভিভাবকরা ছাত্রীকে মুকুন্দপুর ইউনিয়নে আত্মীয়র বাড়িতে রেখে আসে। মিলন বাবু ও তার বন্ধু জামিল এবং আকবর রহমান গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে।
পুলিশ পর দিন সোমবার হাবিবপুর এলাকা থেকে তিন যুবককে আটক ও অপহৃতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর, দিনাজপুর।
পলাশবাড়ীতে সাংবাদিক সমাজের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এই নিউজ মোট 107
বার পড়া হয়েছে