গাইবান্ধায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন
৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪২৭, ১৬ সফর ১৪৪২
গাইবান্ধা প্রতিনিধিঃ দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদী অবস্থান ও ডিবি রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদী অবস্থান চলাকালে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দিপু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মোহাম্মদ আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নাট্য ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম জুয়েল, খন্দকার শামীম আহমেদ, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, পিটু রশীদ, আরিফ হোসেন, শাহনাজ আমিন মুন্নী, আরিফুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, শহিদুল্যাহিল ফারুক, সাজু সরকার, রোজিনা নাহিদ শিমুল, কবি সোহেল রানা, আলম মিয়া, মশিউর রহমান সাগর প্রমুখ।
প্রতিবাদী অবস্থানে বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রæত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান। এদিকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাঘাটার বোনারপাড়ায়ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।
ফারুক হোসেন, গাইবান্ধা।
সাদুল্যাপুর উপজেলায় জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
এই নিউজ মোট 116
বার পড়া হয়েছে