07:10pm  Wednesday, 20 Jan 2021 || 
   
শিরোনামগাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির বর্ধিত কর্মীসভা
১২ অক্টোবর ২০২০, সোমবার, ২৭ আশ্বিন ১৪২৭, ২২ সফর ১৪৪২।গাইবান্ধা প্রতিনিধি \ বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির ডাকে গতকাল সোমবার এক বর্ধিত কর্মীসভা নাট্য সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মাহবুব রহমান, আবুল কালাম, মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা বলেন, অতিরিক্ত বিল সংশোধন না করে তাদের উপর যে সমস্ত হয়রানীমূলক মামলা হয়েছে তা প্রত্যাহার, যে সমস্ত সেচপাম্পে এখন অতিরিক্ত বিদ্যুৎ বিল রয়েছে তা সংশোধন, সমস্ত বন্ধ সেচপাম্পের বিল বাতিল, পূর্ব মুহুর্তে আংশিক বিদ্যুৎ বিল দেয়ার সুযোগ, অনেক আবাসিক বিদ্যুৎ বিল অতিরিক্ত করা হয়েছে তা বাতিলের দাবি জানান। সেইসাথে বিল সংশোধনের নামে সমস্ত হয়রানী বন্ধ, যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত বিল করার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, কোম্পানীর অধিক মূল্যের মিটার না বাজারের মিটার ব্যবহারের অনুমতির দাবি জানান।

ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গাইবান্ধায় জাতীয় নারী জোটের মানববন্ধন


এই নিউজ মোট   123    বার পড়া হয়েছে


শিল্প প্রতিষ্ঠানবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.