07:17pm  Wednesday, 02 Dec 2020 || 
   
শিরোনাম
 »  শিবগঞ্জের যত খবর     »  যাত্রীদের আতংক শিবগঞ্জে মনাকষা মোড়     »  পলাশবাড়ীতে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বৃদ্ধা মায়ের ভাসমান বসবাস     »  গাইবান্ধার সাঘাটায় সিলিং ফ্যানে শাড়ি পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা     »  ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ     »  বীরমুক্তিযোদ্ধা সান্টু সেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     »  আগামীকাল বৃহস্পতিবার চ্যানেল আই’র অনুষ্ঠানমালা     »  মান্দায় আদালতের রায় কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন     »  দেশে ৩৮ জনসহ করোনায় মৃত্যু ৬৭১৩ জন, শনাক্ত ২১৯৮ জনসহ আক্রান্ত ৪৬৯৪২৩ জন     »  বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন   ভোলাহাটে বর বদল
২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৯ কার্তিক ১৪২৭, ৬ রবিউল আউয়াল ১৪৪২ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ  ভোলাহাটে ভাইয়ের বদলে ভাই বিয়ে করতে এসে ঘর বন্দি হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে ভোলাহাট উপজেলার পোল্লাডাংগার জিন্নাহনগর  গ্রামে।২৪ অক্টোবর শনিবার বর বদল করে বড় ভাই উপজেলার তাঁতীপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে সোহাগ বাবুর(২৯) পরিবর্তে ছোট ভাই  সুজন(২৭) বিয়ে করতে আসলে কনে বাড়ির লোকজন ঘরের মধ্যে  বর ও কোলবরকে বিয়ে প্রতারণা করার দায়ে ঘরে বন্দি করে রাখে। স্থানীয়রা জানায়, ছোট ভাই সুজন নেশা গ্রস্থ্য হওয়ায় কোথাও বিয়ে না হওয়ায় বড় ভাই সোহাগ বাবুকে কনে পক্ষকে দেখিয়ে বিয়ের দিন ঠিক হয়। পরে বড় ভাই বিয়ে করতে না এসে নেশা গ্রস্থ্য ছোট ভাই সুজনকে বিয়ের জন্য পাঠায়। বিয়ে বাড়ীতে এসে বর বদল দেখে কনে পক্ষ ক্ষীপ্ত হয়। পরে তাকে ও তার সাথের কোল বরকে ঘর বন্দি করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে কনে পক্ষ খবর দেয়। ফলে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সংশ্লিষ্ট ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী বর পক্ষের মেম্বর আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা আরজেদ আলী ভুটুসহ অনেকেই ঘটনা স্থলে উপস্থিস হন। এ সময় বিয়ে প্রতারণার দায়ে উপস্থিত ব্যক্তিগণ বিয়ের খরচ  ৩০হাজার ও জরিমানা ৩০ হাজার সর্ব মোট ৬০ হাজার টাকা ভূয়া বরকে দন্ড দেয়া হয়। ভবিষ্যতে এ ধরণের আর ঘটনা না ঘটে তার জন্য হাত জোড় করে মাফ চেয়েছে এবংবিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ ব্যাপারে উপস্থিত দলদলী প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষতিপূরণ ও জরিমানার ৬০ হাজার টাকা ভূয়া বরকে জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন।

গোলাম কবির- ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের যত খবর


এই নিউজ মোট   56    বার পড়া হয়েছে


ভিন্ন খবরবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.