04:58am  Tuesday, 01 Dec 2020 || 
   
শিরোনাম
 »  শুরু হলো বিজয় ও গৌরবের মাস ডিসেম্বর     »  যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই-মামুনুলকে সাংসদ নিক্সন      »  মাকে শেষবারের মতো দেখতে ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান ইরফান সেলিম     »  আজ ১ ডিসেম্বর; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা     »  মোরেলগঞ্জে ঘরের অভাবে রোদ বৃষ্টির দিনলিপি এক দিনমজুরের     »  প্রথমে প্রেম : পরে বিকাশ প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার     »  ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা“     »  ঝালকাঠিতে খাল ভরাট করে স্থাপনা র্নিমানের অভিযোগ     »  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ : তিন ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম     »  মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব   কোরআনের সুরক্ষায় চীন সরকারের বিরুদ্ধে লড়াই করছে মুসলিমরা
২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৯ কার্তিক ১৪২৭, ৬ রবিউল আউয়াল ১৪৪২পবিত্র কোরআনের সুরক্ষায় প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে চীনের মুসলিমরা। চীনের কমিউনিস্ট পার্টি সরকারের সঙ্গে দেশটির মুসলিমদের লড়াইয়ের খবর জানিয়েছে জিনিউজ।

খবরে বলা হয়, সম্প্রতি কুরআন বাজেয়াপ্ত করার একটি বিষয় পুরো বিশ্বকে এক বিস্ময়কর অবস্থায় ফেলেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে- চীন সরকারের হাত থেকে বাঁচতে মুসলিমরা কুরআন নদীতে ফেলতে বাধ্য হয়েছে। রেডিও ফ্রি এশিয়াতে প্রকাশিত এমন প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর বলে জানো হয়েছে।

এদিকে সম্প্রতি এমন ঘটনা দেশটির আলমাটির পানফিলভ জেলার আইদারলি গ্রাম ঘটেছে বলে জানা গেছে। সেখানে কয়েকজন মুসলিম কুরআন ইলির নদীতে নিমজ্জিত করেছে। এসব ঘটনা চীনের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, চীন সরকারের হাত থেকে রক্ষা পেতে তারা পবিত্র গ্রন্থ প্লাস্টিক মোড়কে জড়িয়ে নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আর তারা বিশ্বাস করেন যে, এই কাজের মাধ্যমে কেবল নিজেকেই নয় বরং কোরআনের পবিত্রতাও রক্ষা করতে পারবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট শি জনিপিং ক্ষমতায় আসার পর থেকে চীনে মুসলিম ও তাদের ধর্মীয় গ্রন্থের উপর হামলার অনেক ঘটনাই ঘটেছে। তারা পবিত্র কোরআনকে মাটির নিচে পুঁতে রাখে। সেই সঙ্গে তারা ধর্মীয় অনেক নথি নষ্ট করে দিয়েছে।

রেডিও ফ্রির প্রতিবেদনে বলা হয়, মুসলমানরা কুরআনকে রক্ষা করতে সরকারের কাছ থেকে আড়াল করেছে। কিন্তু এমন মুসলিমরা ধরা পড়লেই তাদের পাঠানো হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে উইঘুর ও তুর্কি বিশেষজ্ঞরা, জিনজিয়াংয়ের মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করতে চীন সরকার এমন কাজে চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে।

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ১০


এই নিউজ মোট   54    বার পড়া হয়েছে


ধর্মবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.