বিরামপুরের সব খবর
৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪২৭, ১৮ রবিউল আউয়াল ১৪৪২
বিরামপুরে নারী উন্নয়ন ফোরামের অপরাজিতাদের মানববন্ধন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি \ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও ডেমক্রেসি ওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (৫ নভেঃ) বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক মূল দলের সভাপতি, সম্পাদক, ৭ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও অনির্বাচিত নারী এবং অপরাজিতাবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে ১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদের সরকারি ও বে-সরকারি কমিটিতে ৩৩% নারীর অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিরামপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু
বিরামপুর উপজেলায় বৃহস্পতিবার (৫ নভেঃ) আনুষ্ঠানিক ভাবে নমুনা শস্য কর্তনের মাধ্যমে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে।
উপজেলার পোড়াগ্রাম মাঠে মমিনুল ইসলামের নমুনা শস্য কর্তনের মাধ্যমে আমন ধান কাটার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে উম্মে কুলছুম ও মেজবাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ।
কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু বন্যার প্রভাব মুক্ত অনুক’ল আবহাওয়ায় বিরামপুর উপজেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে আমনের চারা রোপন করা হয়। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে গুটি সর্না, সর্না-৫, ব্রি-৩৪, ৫১, ৭১, ৭৫, হাইব্রিড ও বিনা-১৭, ২০ জাত।
বিরামপুরে গরু মোটাতাজাকরণে প্রশিক্ষণের উদ্বোদন
দিনাজপুরের বিরামপুরে বেকার যুবকদের বেকারত্ব দূরিকরণে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় গরু মোটাতাজাকরণে যুবকদের মাঝে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ বেলা ১টায় উপজেলার খানপুর ইউনিয়ন এর পোড়া গ্রামে উপজেলা নির্বাহি কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু প্রশিক্ষণের শুভ সূচনা করেন। এ সময় ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মেকুলছুম বানু, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল, খানপুর ইউপি চেযারম্যন ইয়াকুব আলী,সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মুজিব বর্ষের আলোকে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন মোঃ রহমত আলি মাষ্টার।
মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর-দিনাজপুর
মান্দায় সন্ত্রাস, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত,,
এই নিউজ মোট 64
বার পড়া হয়েছে