11:11am  Thursday, 03 Dec 2020 || 
   
শিরোনাম
 »  নতুন করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু শনিবার      »  আজ ৩ ডিসেম্বর; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা     »  রাষ্ট্রপতির সংগে যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ     »  রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র কোন কৃতজ্ঞতা বোধ নেই     »  আঙ্কারায় বঙ্গবন্ধু ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন হবে     »  আমাদের অবশ্যই জলবায়ুর সর্বোত্তম অনুশীলন থেকে শিক্ষা নিতে হবে     »  প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন সম্পার বাবার চিকিৎসা ও পুনর্বাসনের      »  ইসলাম ধর্মকে কয়েকজন ব্যক্তির কাছে লিজ দেওয়া হয়নি     »  আমরা আরও চার বছর ক্ষমতায় থাকছি; ট্রাম্প     »  ৭ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা   দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২বিশেষ প্রতিবেদক,দিনাজপুর থেকেঃ রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়া,মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার কিরনসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন,মামলাসহ হয়রানী’র প্রতিবাদে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি।

দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আজ শুক্রবার সকাল ১১ থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল,চ্যনেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,৭১ টেলিভিশনের প্রতিনিধি কংকন কর্মকার, ডিবিসি টিভির প্রতিনিধি মোর্শেদুর রহমান, দেশ টিভি‘র প্রতিনিধি আবুল কাশেম,আমাদের সময়ের প্রতিনিধি সম্পাদক রতন সিং, এসটিভি‘র দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম, এনটিভি’র প্রতিনিধি ফারুক হোসেন,এশিয়ান টিভি’র প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, টেলিভিশন ক্যামেরা পার্সন টিভি‘র ক্যামেরাপারসন মোস্তফা কামাল, আব্দুস সালামসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট টিভি‘র প্রতিনিধি সালাহ উদ্দীন আহমেদ,দৈনিক দিন বদলের সংবাদের যুগ্ম সম্পাদক কাশি কুমার দাশ ঝন্টু, প্রথম আলো’র প্রতিনিধি রাজিউর রহমান রাজু, নিউজ ২৪ প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, মাই টিভি প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, দৈনিক সকালের সময় প্রতিনিধি মাসুদ রেজা হাই, ,ডেইলি ইন্ড্রাস্ট্রির প্রতিনিধি জিন্নাত হোসেন, দৈনিক জনমতের স্টাফ রিপোর্টার কৌশিক বস,সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা,টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন-টিসিএ দিনাজপুরের সাধারন সম্পাদক মনজিদ আলম শিমুল,যুগ্ম- সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও ক্যামেরা পার্সনরা।

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।

ধর্মকে ব্যবহার করে যারা তাদের দমন করতে হবে


এই নিউজ মোট   186    বার পড়া হয়েছে


জাতীয়বিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.