বিরামপুরের খবর
২২ নভেম্বর ২০২০, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪২৭, ৫ জমাদিউস সানি ১৪৪২
বিরামপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতারবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুরে এক নারীর ধর্ষণ মামলায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে রবিবার (২২ নভেঃ) আদালতে এবং ধর্ষিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মামলার বরাত দিয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার এক প্রবাসীর স্ত্রী শহরের থানাপাড়ায় তার আত্মীয়র বাড়ি বেড়াতে যায়। পৌর এলাকার দক্ষিণ প্রস্তমপুর (ফকিরপাড়া) গ্রামের ইউনুছ আলীর পুত্র ফারুক হোসেন (৩৫) ঐ আত্মীয়র বাড়িতে গিয়ে নারীকে ধর্ষণ করে। এঘটনায় ঐ নারী বিরামপুর থানায় ধর্ষণ মামলা করেছে।
বিরামপুরে নারীর অংশ গ্রহণ ও সেবার মান উন্নয়ন সভা বিরামপুরে নারীর অংশ গ্রহণ এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা রবিবার (২২ নভেঃ) উপজেলা কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
ডেমক্রেসিওয়াচ অপরাজিতা প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও উপজেলার সকল অপরাজিতাদের নিয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ নিক্সন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ সোয়াইবা আকতার, পরিবার পরিকল্পনা পরিদর্শক সারোয়ার হোসেন মেহেদী, ডেমক্রেসিওয়াচ এর জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন, মহিলা বিষয়ক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সমাজ সেবা প্রতিনিধি মমিনুল ইসলাম, মৎস সম্পদ প্রতিনিধি জিয়াউল হক প্রমূখ।
মো: জাহিনুর ইসলাম, বিরামপুর, দিনাজপুর।
২৩ নভেম্বর ২০২০, সোমবার চ্যানেল আইতে দেকবেন
এই নিউজ মোট 85
বার পড়া হয়েছে