02:01pm  Monday, 18 Jan 2021 || 
   
শিরোনামকানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে দুদক
২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তালিকা চাওয়া হয়েছে।

সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে।’

দুদক সচিব বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে কাজ শুরু করব।’

দিলওয়ার বখত জানান, তদন্তকালে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

জনগণ জালাও-পোড়াওর রাজনীতি পছন্দ করে না


এই নিউজ মোট   1104    বার পড়া হয়েছে


দূর্ণীতিবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.