শিবগঞ্জে মা-অভিভাবক সমাবেশ
২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজমল হক বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, জসিম উদ্দিন, মাদ্রাসা সুপার সাদিকুল ইসলাম, শ্রমিক নেতা সাদেকুর রহমান মাস্টার, ইসমাইল মাস্টারসহ অন্যরা। অনুষ্ঠানে মাদ্রাসার মা ও অভিভাবকসহ ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। শেষে দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার- সোনাপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ র্যাবের হাতে আটক ২
এই নিউজ মোট 58
বার পড়া হয়েছে