বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনানীতে প্রতিষ্ঠাতা সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন।
সভায় মোঃ কামাল হোসেনকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতবৃন্দ যারা উপস্থিত ছিলেন তারা হলেন- সহ সভাপতি যথাক্রমে মোঃ বেলাল হোসেন সাহিদ, আবু তালেব, মোঃ আলী আকবর, মোঃ জয়নুল আবেদীন শাহরিয়ার, মোঃ মাইদুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল পারভেজ ও মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সজীব, মিজানুর রহমান বাপ্পী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস ভান্ডারী।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন বলেন- আমরা যারা আওয়ামীলীগ করি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে আছি তাদেরকে সচেতনতার সাথে থাকতে হবে কারণ, আজকে বঙ্গবন্ধু সারা বিশ্বে মহান আছেন। এমন কোন সেন্টিমেন্ট নিয়ে কথা বলা উচিৎনা যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী। তাই আমরা জাতির পিতার আদর্শকে লালন করেই এগিয়ে যাব, ইনশাআল্লাহ।