শিবগঞ্জের যত খবর
২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২
শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জ পৌরসভা, দুলর্ভপুর ও কানসাট ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে নিহত ৮টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দকৃত নিহত ৮ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে ৮০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বাবু।
শিবগঞ্জে মসজিদ উন্নতিকল্পে অনুদান প্রদান শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকালে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের বাসভবন প্রাঙ্গণে জামে মসজিদের কমিটির হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন মোবারকপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ধর্মের সঠিক শিক্ষা শিক্ষার্থীদের দিবেন যাতে তারা পথভ্রষ্ট না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ৫’শটি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো নির্মিত হলে ধর্মপ্রাণ মুসল্লিদের আরো সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। এ মসজিদে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল হক, সৈবুর আলী, তরিকুল ইসলাম ও শাকিল আলীসহ অন্যরা।
কানসাটে বেকারিকে অর্থদন্ডশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বেকারিকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কানসাট নিমতলা বাজারে মৌমিতা বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্যাকেটজাত খাবার উৎপাদনে তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় বেকারির পরিচালক মুকুল আলীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা। তিনি জানান, এমন অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
যাত্রীদের আতংক শিবগঞ্জে মনাকষা মোড়
এই নিউজ মোট 50
বার পড়া হয়েছে