ঠাকুরগাঁওয়ে পাপর্ল কিং বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ১৪ পৌষ ১৪২৭, ১১ রবিউল আউয়াল ১৪৪২
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ্বরীতে ২৮ ডিসেম্বর সোমবার পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈবকৃষি ও বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর পাপর্ল কিং বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তাগন তাদের বক্তব্যে বিভিন্ন কৌশলের মাধ্যমে নিরাপদ পাপর্ল কিং বেগুন উৎপাদনের উপর বিস্তারিত আলোচনা করেন। এই মাঠ দিবসের অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারলে নিরাপদ পাপর্ল কিং বেগুন উৎপাদনসহ নিরাপদ ফল, ফসল ও সবজি-শাক উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা বেশ উপকৃত হবেন বলে জানান স্থানীয় অনেক কৃষক-কৃষাণি।
মাঠ দিবসে বক্তারা আরো বলেন, পাপর্ল কিং বেগুনে পোকা লাগে না। বিষমুক্ত নিরাপদ বেগুন উৎপাদনে পাপর্ল কিং বেগুন আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাঠ দিবস শেষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও বৈদেশিক মুদ্রা অজর্নকারী নিরাপদ কৃষি খামারের বিটি-২ জাতের চা বাগান ও সাথী ফসল হিসেবে বারি-৭৭ আলু, রসুন,বাদাম চাষ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা।
মোবাশ্বেরুল ইসলাম এর সঞ্চালনায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃঞ্চ রায়, বিশেষ অতিথি আব্দুল হামিদ উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষি বিদ আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায় প্রমূখ।
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও
পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
এই নিউজ মোট 79
বার পড়া হয়েছে