দিনাজপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ
৩০ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪২৭, ১৩ রবিউল আউয়াল ১৪৪২
বিশেষ প্রতিবেদক,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বুধবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন,কৃষি মস্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজামামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.তৌহিদুল ইকবাল।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এইচ.এম.মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মো.ইমদাদ সরকার, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মো.রওশন কবীরসহ অন্যরা। অনুষ্ঠানে দুই’শ কৃষককে বিভিন্ন ধরণের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।
আবারো কিভাবে গড়ে উঠছে বিরলে উচ্ছেদ করা অবৈধ ইটভাটা সোনালী ব্রিক্স?
এই নিউজ মোট 72
বার পড়া হয়েছে