শিবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, পাষন্ড স্বামী আটক
৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪২৭, ২১ রবিউল আউয়াল ১৪৪২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। বুধবার রাত ৯টার দিকে তাদের নিজ শয়ন ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী মধুকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরেন। এ সময় স্ত্রী তানজিলার সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী মধুর। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। জানা যায়, দাম্পত জীবনে তাদের ২ ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে রাস্তার পাশে প্রটেকশন ওয়াল নির্মানে অভিযোগ
এই নিউজ মোট 78
বার পড়া হয়েছে