প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন রোজিনা
৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ২৫ পৌষ ১৪২৭, ২২ রবিউল আউয়াল ১৪৪২
প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ২০১৯ সালের সরকারি অনুদান পাওয়া ছবিটির নাম ‘ফিরে দেখা’। তিন মাস যুক্তরাজ্যে কাটিয়ে গত ৩১ ডিসেম্বর দেশে ফিরেছেন রোজিনা। এসেই কাজ শুরু করেছেন প্রি-প্রডাকশনের। অভিনেত্রী জানালেন, আগামী ১ মার্চ থেকে ছবির শুটিং শুরু করবেন। রোজিনা বলেন, ‘১৫ ফেব্রুয়ারি থেকে গোয়ালন্দের গ্রামাঞ্চলে শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু ওই অঞ্চলে পৌরসভা নির্বাচনের কারণে সেই পরিবেশ পাওয়া যাবে না। এ কারণে পিছিয়েছি। সব ঠিক থাকলে ১ মার্চ থেকে শুটিং শুরু করব। এ জন্য যুক্তরাজ্য থেকে ফিরেই শিল্পী, টেকনিশিয়ান নির্বাচনসহ প্রি-প্রডাকশনের কাজ নিয়ে বসেছি।’
মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ ছবির কাহিনি। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতিময় কিছু ঘটনা উঠে আসবে এতে। অভিনেত্রী বলেন, ‘গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে।’ ছবিতে রোজিনা নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন। এর মাধ্যমে প্রায় ১৫ বছর পর সিনেমায় অভিনয় করবেন তিনি। এরই মধ্যে ‘ফিরে দেখা’য় নায়ক হিসেবে মৌখিকভাবে নিরবকে চূড়ান্ত করা হয়েছে। রোজিনার বিপরীতে ইলিয়াস কাঞ্চনের অভিনয় করার কথা আছে। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।
আমাকে মেরে ফেললে আপনারা জানাজা পড়ে মাটি দিয়ে আসবেন
এই নিউজ মোট 68
বার পড়া হয়েছে