গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচনে অংশ গ্রহণ করছে বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র বলতে কিছু নেই।বাঁচা-মরার অধিকার নেই, ভোটাধিকার নেই।সর্বত্রই লুট-পাট চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশ নিচ্ছি,এটি একটি আন্দোলনের অংশ।
দিনাজপুর শহরের রামনগর মোড়ে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ধানের শীষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এর নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে ওবাইদুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কাদের মির্জা বলেছেন দেশে সুষ্ঠ ভোট হলে আওয়ামীলীগের লোকজন পালানোর পথ খুজে পেত না।দুর্নীতি করে বিদেশে যতো বাড়ি করেছেন সেজন্য জনগণ আপনাদের ক্ষমা করবেনা।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার ব্যক্তিগন চিকিৎসক ডাঃ জাহিদ হোসেন,জেলা বিএনপির নেতা হাসানুজ্জামান উজ¦ল এবং ধানের শীষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীল আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। সেই সাথে দুঃশাসন থেকে মুক্তি চান তিনি।
শাহ আলম শাহী, দিনাজপুর থেকে।
মেজর মঞ্জুর হত্যায় এরশাদকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল
এই নিউজ মোট 132
বার পড়া হয়েছে