11:25am  Tuesday, 19 Jan 2021 || 
   
শিরোনাম‘সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে’মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় ভিত্তিক কার্যক্রমে অধিক গুরুত্ব প্রদান করতে হবে।

শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

তিনি বলেন, কৃষিভিত্তিক সমবায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে করে চলেছে। কৃষির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমবায় কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

সৈনিক ও অফিসার হত্যা দিবস হিসেবে ৭ নভেম্বর একটি কালো দিন


এই নিউজ মোট   195    বার পড়া হয়েছে


বীমাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.